সৌদি ক্লাব আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যখন যোগ দিলেন তখন ক্লাবটির সামনে ছিল ‘ট্রেবল’ জেতার সুযোগ। কিন্তু মৌসুম শেষে কোনো শিরোপাই জেতা হয়নি দলটির। সাথে রোনালদোকেও ট্রফিহীন একটি মৌসুম কাটাতে হচ্ছে।
লিগ শিরোপা নির্ধারনী ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে আল নাসর ১-১ গোলে ড্র করায় আর অপরদিকে আল ফেইহার বিপক্ষে আল ইত্তিহাদের ৩-০ গোলের জয়ে নিশ্চিত হয়ে গেছে এই মৌসুমে কিছুই জেতা হচ্ছে না আল নাসরের। কারণ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ২৯ ম্যাচে ৬৯। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ৬৪। বাকি ম্যাচে জিতলেও আর ইত্তিহাদকে ধরা সম্ভব নয় আল নাসরের পক্ষে। শনিবার রাতের ম্যাচে দলের প্রয়োজনে গোল করতে পারেননি সিআরসেভেন। দ্বিতীয়ার্ধে রোনালদোকে তুলে নেন আল নাসরের কোচ।
অথচ অনেক আশা করে রোনালদোকে দলে নিয়েছিল আল নাসর। সিআরসেভেনকে দলে নিয়ে নিজেদের লিগের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পাশাপাশি অনেক আশা ছিল দলটির। রোনালদো সৌদি আরবে আসার আগে দারুণ ফর্মে ছিল আল নাসর। সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল তারা। এ ছাড়া কিংস কাপের কোয়ার্টার ফাইনালে এবং সুপার কাপের সেমিফাইনালে ছিল আল নাসর।
তবে দল শিরোপা না জিতলেও মৌসুম একেবারে বাজে কাটেনি পর্তুগিজ তারকার। কিংস কাপ ও সুপার কাপে গোল না পেলেও প্রো লিগে ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন রোনালদো।