১৮ মে ২০২৪, শনিবার

এশিয়ার বাইরে প্রথম সেঞ্চুরির দেখা পেলেন না মুমিনুল

- Advertisement -

নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির সামনেই ছিলেন অধিনায়ক মুমিনুল হক। ৮৮ রানে ব্যাট করছিলেন বেশ স্বাচ্ছন্দ্যেই, কিন্তু ট্রেন্ট বোল্টের ইনসুিংয়ে পরাস্ত হয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে টেস্ট অধিনায়ক। রিভিউ নিলেও শেষ রক্ষা আর হয় নি। সেঞ্চুরির দেখা পেলে এটাই হতো এশিয়ার বাইরে মুমিনুলের প্রথম শতক, দেশের বাইরে দ্বিতীয়।

দারুণ সম্ভাবনা নিয়েই এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটে, থিতু হতে পেরেছেন শুধু টেস্ট ক্রিকেটেই। যখন থেকে বুঝেছেন খেলতে হবে এই টেস্ট ক্রিকেটটাই, তখন থেকেই মুমিনুলের সকল ধ্যান-জ্ঞান এই লাল বলের ক্রিকেটেই। দলের ক্রান্তিকালে নিয়েছেন অধিনায়কের দায়িত্ব, দলের সবচেয়ে খারাপ সময়ে খেললেন শত রানের দুর্দান্ত এক ইনিংস।

শতকের আশা জাগিয়ে ৮৬ রানে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন দাসও। দুজনকেই ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট।  তাই দুই টাইগার ব্যাটসম্যান নয়, মাউন্ট মঙ্গানুইয়ে শেষ বিকেলের নায়ক বোল্ট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img