১৭ মে ২০২৪, শুক্রবার

প্রত্যাবর্তনের ম্যাচে সাকিবের ‘এক’ রানের আক্ষেপ

- Advertisement -

সাকিব আল হাসান সবশেষ মাঠে নেমেছিলেন এক মাস আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে। আর ৩১ দিন আগে খেলেছিলেন ডিপিএলে। ক্রিকেট থেকে এক মাসের বিরতির পর মঙ্গলবার ডিপিএল খেলতে বিকেএসপিতে হাজির সাকিব। আগেই জানা গিয়েছিল শেখ জামাল ক্রিকেট ক্লাবের হয়ে সুপার লিগের ম্যাচে তিনি খেলবেন, হলোও তাই। ফেরার ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ৪৯ রান।

বিকেএসপির ৪ নম্বর মাঠে টসে হেরে ব্যাটিংয়ে নামে শেখ জামাল। মাত্র ১৫ রানের ৩ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন সাকিব আল হাসান। সৈকত আলীকে নিয়ে দলের হাল ধরেন এই অলরাউন্ডার, দুজনের জুটি রেখে আসে ৭২ রান। ৬৬ বলে ৪১ রান করে সৈকত আউট হলেও ফিফটির পথে ভালোভাবেই এগুতে থাকেন সাকিব। তবে তানজিম সাকিবের বলে আউট হয়ে এক রানের আক্ষেপ নিয়েই তাকে মাঠ ছাড়তে হয়।

সাজঘরে ফেরার আগে ৮১ মিনিট ক্রিজে টিকে থেকে ৫৬ বলে করেছেন ৪৯ রান। ৮৭.৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে মেরেছেন ২ চার এবং ৩ ছয়। ফিফটি বঞ্চিত সাবিক মাথা নিচু করে মাঠ ছাড়লেও এতদিন পর ডিপিএলে ফিরে তাঁর এমন ইনিংসে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img