১৪ মে ২০২৪, মঙ্গলবার

নাসুম বোঝালেন কেনো তিনি দলে

- Advertisement -

ম্যাচের আগে সমীকরণ ছিল, হয় নাসুম আহমেদ খেলবেন নয়তো শেখ মাহাদী। টসের পর জানা গেল দুজনেই আছেন দলে। খানিকটা চমকে যাওয়ার মতো। বাংলাদেশ টিম ম্যানেজম্যান্টের এমন সিদ্ধান্তকে সাহসী-ই বলা যায়। মাঠের পারফর্ম্যান্স দিয়েই তার দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন নাসুম; চার ওভার বল করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে এসেছেন, জশ ফিলিপের কাছে ছক্কা খাওয়ার পর একই ওভারে তাকে ফিরিয়েছেন। প্রথম ওভারে ৯ রান দিয়ে নাসুমের শিকার ১ উইকেট। নাসুম দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েছেন দশ ওভারে। ফিরে এসে ফিরিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে। প্রথম দুই ওভারে ১৩ রান দিয়ে নাসুম নিয়েছেন ২ উইকেট।

নাসুমকে ঘীরেই উল্লাস

নিজের তৃতীয় স্পেলে ১৪তম ওভারে বল হাতে নাসুম। ওভারের দ্বিতীয় বলে হিট উইকেট হয়ে ফিরেছেন অ্যাশটন অ্যাগার, নাসুমের তৃতীয় শিকার। ইনিংসে ১৭তম ওভারে আবার নাসুম, শরিফুলের ইসলামের দুর্দান্ত ক্যাচে প্যাভিলিয়নে মিচেল মার্শ। স্পেলের চার ওভার বল বল করে ১৯ রান দিয়ে নাসুম নিয়েছেন ৪ উইকেট।

বোলিংয়ে প্রথম থেকেই বাংলাদেশের স্পিনের দাপট। ইনিংসের ১১ ওভারের মধ্যেই কোটার চার ওভার শেষ করেছেন শেখ মাহেদী। ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। সাকিব নিজের স্পেলের প্রথম বলেই ফিরেয়েছেন মইসেস অনরিক্সকে। মাহমুদউল্লাহ্ রিয়াদও এসেছিলেন বোলিংয়ে, ১ ওভারে ৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৬ ওভারে ৬ উইকেটে ৮৬ রান।এখনও তাদের প্রয়োজন ৫ ওভারে ৫০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img