২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

পাকিস্তানের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

- Advertisement -

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসের ওপর বোমা হামলার পর নিষেধাজ্ঞায় পড়েছিলো পাকিস্তান। সেখানে বন্ধ হয়ে গিয়েছিলো আন্তর্জাতিক ক্রিকেট। সেই ঝামেলার পাট চুকিয়ে গত আড়াই বছর ধরে নিয়মিত বড় দল গুলোর সাথে ঘরের মাঠে সিরিজ আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রিকেটের মতো ফুটবলেও নিষেধাজ্ঞায় পড়েছিলো পাকিস্তান। দেশটির ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষ হিসেবে সরকারি এবং রাজনৈতিক হস্তক্ষেপ, ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার দেওয়া কমিটিকে অবজ্ঞা করার অপরাধে আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞায় পড়েছিলো পাকিস্তানের ফুটবল।

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফার বিবৃতি

গত বছর সরকারী হস্তক্ষেপ থেকে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)কে মুক্ত করতে নরমালাইজেশন কমিটি দিয়েছিলো ফিফা। কিন্তু সেই কমিটিকে বিতাড়িত করেন তৎকালীন সভাপতি আশফাক শাহ। এরপর ২০২১ এর এপ্রিলে পাকিস্তান ফুটবলে নিষেধাজ্ঞা আনে ফিফা।

অবশেষে তুলে নেওয়া হলো সেই নিষেধাজ্ঞা। দেওয়া হয়েছে নরমালাইজেশন কমিটি, যেটার মেয়াদ ২০২৩ এর ৩০ই জুন পর্যন্ত। এখন থেকে নিয়মিত আন্তর্জাতিক ফুটবলে অংশ গ্রহন করতে পারবে পাকিস্তান ফুটবল দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img