৪ মে ২০২৪, শনিবার

মার্সিসাইড ডার্বি’ হেরে শিরোপা লড়াইয়ে পিছিয়ে গেল লিভারপুল

- Advertisement -

ইয়ুর্গেন ক্লপের বিদায়ের সময় যত এগিয়ে আসছে, লিভারপুল যেন ততটাই অচেনা হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে লিভারপুল। ফলে ক্লপ বাহিনীর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ১৪ বছর পর ‘মার্সিসাইড ডার্বি’-তে জয়ের দেখা পেয়েছে এভারটন।

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এভারটনকে চাপের মধ্যে রাখে লিভারপুল। তবে পাল্টা আক্রমণে বাজিমাত করেছে স্বাগতিকরাই। ২৭ মিনিটেই তাদের এগিয়ে দেন জ্যারাড ব্রান্থওয়েট। বিরতির আগ পর্যন্ত লিভারপুলের মোহাম্মদ সালাহ, লুইস দিয়াস ও দারউইন নুনিয়েজ সবাই হতাশই করছেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা এভারটন দ্বিতীয়ার্ধেও ৫৮ মিনিটে কর্নার থেকে ডমিনিক ক্যালভার্ট লুইনের দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করে ‘দ্য টফিস’।

দুই গোল হজমের পর আর ম্যাচেই ফিরতে পারেনি ‘দ্য রেডস’। ৬৯ মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লাগে ফিরে আসে। এরপর আরও কিছু আক্রমণ চালালেও কাজ হয়নি। ফলে ২-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছে লিভারপুলকে।

এভারটনের বিপক্ষে হারের ফলে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরেই থাকতে হচ্ছে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচ খেলে ৭৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্সেনাল। ২ ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭৩। পরের ২টি ম্যাচে জয় পেলেই সামনের দুই দলকেই ছাড়িয়ে যাবে পেপ গার্দিওলার দল।

রাতের অপর ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে দুইবার পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইপিএলের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে ক্রিস্টাল প্যালেস ও বোর্নেমাউথ। নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে প্যালেস, উলভসের বিপক্ষে বোর্নেমাউথ জয় পেয়েছে ১-০ গোলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img