১৭ মে ২০২৪, শুক্রবার

রোনালদোর জোড়া গোলে কিংস কাপের ফাইনালে আল নাসর

- Advertisement -

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে চার বছর পর কিং কাপের ফাইনালে উঠেছে আল নাসর। বুধবার রাতে রিয়াদে সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রোনালদোর দল। রোনালদো ছাড়াও দলের হয়ে গোল করেছেন সাদিও মানে।

ম্যাচ শুরুর ১৭তম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগান রোনালদো। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে তাড়াহুড়ায় শট নেন আল খালিজের গোলরক্ষক। তবে বল চলে যায় আল নাসরের দখলে গেলে বক্সের কোনায় ছুটে গিয়ে লক্ষ্যের দিকে না তাকিয়েই শট নেন রোনালদো। বল উড়ে গিয়ে জালে জড়ায়। এরপর ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে আল নাসর। ৫৭তম মিনিটে সতীর্থের ফ্লিকে গোলমুখে বল পেয়ে শট নেন রোনালদো। প্রথমবার গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি বল পেয়ে ঠিকই বল জালে জড়ান। এখন পর্যন্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির হয়ে ৩৯ ম্যাচে ৩৮টি গোলের দেখা পেয়েছেন এই পর্তুগিজ তারকা।

ম্যাচের একেবারে শেষ দিকে ৮২তম মিনিটে ফাওয়াজ আল-তোরাইসের গোলে হারের ব্যবধান কমায় আল খালিজ। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে জিতে ফাইনালে ওঠে আল নাসর।

আগামী ৩১ মে মৌসুমে প্রথম শিরোপার লক্ষ্যে ফাইনালে আল হিলালের মুখোমুখি হবে রোনালদোর দল। শেষবার ১৯৮৯/৯০ মৌসুমে কিং কাপের শিরোপা জিতেছিল আল নাসর। এরপর ২০১৯/২০ মৌসুমে ফাইনাল খেললেও ২-১ গোলে হেরেছিল আল হিলালের কাছে। তাই এবারের ফাইনাল জিতে নেইমার জুনিয়রের দলের বিপক্ষে প্রতিশোধ নেয়ার বড় সুযোগ থাকছে আল নাসরের সামনে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img