৪ মে ২০২৪, শনিবার

“বাংলাদেশের পা এখনও মাটিতেই আছে”

- Advertisement -

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ ড্র করে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বভাবতই বিমানবন্দরে উজ্জীবিত ছিলেন দলের সব ক্রিকেটার। প্রথম টেস্টে দুর্দান্ত খেলার সুখস্মৃতি তো আছেই, তবে শুধুমাত্র এটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে নারাজ অধিনায়ক মুমিনুল হক। তাঁর লক্ষ্যটা যে আরও বড়। বাংলাদেশের আসন্ন সিরিজ নিয়েই ভাবতে চান মুমিনুল।

“অনেকেই আশা করেনি যে প্রথম টেস্টে আমরা জিতব। যদিও আমি কিছুটা আশা করেছিলাম। তবে, এই টেস্ট জেতার পরও বাংলাদেশের পা এখনও মাটিতেই আছে”- সংবাদ সম্মেলনে বলছিলেন মুমিনুল 

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ ড্র করেছে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের আগে অনেকেই ধারণা করতে পারেনি বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে। তবে তাই হয়েছে। প্রথম টেস্টে জেতার মুল কারণ হিসেবে মুমিনুল মনে করেন,“বাংলাদেশ তখনই ভালো করে যখন দল হিসেবে সবাই পারফর্ম করে। প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং এই তিন জায়গায়ই ভালো করার জন্যই এই টেস্ট জেতা সম্ভব হয়েছে।“

সেইসাথে টাইগারদের অধিনায়ক কথা বলেছেন দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ভরাডুবির কারণ নিয়েও, “দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে স্পষ্টই বোঝা গেছে ব্যাটিংয়ে আমরা একেবারেই ভালো করতে পারিনি। দ্বিতীয় ইনিংসে মোটামুটি ভালো করেছিলাম। তবে, প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ার কারণেই মূলত এই টেস্টে আমাদের আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি।“

তবে এই সিরিজ নিয়ে আর মাথা না ঘামিয়ে মুমিনুলের লক্ষ্য এবার পরের সিরিজগুলোর দিকেই, “সামনে আমাদের সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজ আছে। এখন আসন্ন সিরিজের জন্যই প্রস্তুতি নিতে চাই।” 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img