১৭ মে ২০২৪, শুক্রবার

বোলার-ফিল্ডার হ্যাটট্রিক, ইতিহাসে রাই-ফিলিপস

- Advertisement -

ক্রিকেটে হ্যাটট্রিক পরিচিত শব্দ হলেও হ্যাটট্রিক অর্জন করা সহজ নয়, আর যদি হ্যাটট্রিকের তিন উইকেটের সাথে জড়িয়ে থাকে একই ফিল্ডারের নাম তবে সেটাকে বিরল বললেও ভুল হবে না। নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে ঘটেছে এমনই ঘটনা যেখানে জড়িয়ে বোলার মাইকেল রাইয়ের সদাথে ইতিহাসে নাম লিখিয়েছেন ডেল ফিলিপস।

ঘটনাটি ঘটেছে ডানেডিনে, দিন কয়েক আগেই আগেই যেখানে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ইউনাভার্সিটি ওভালের মাঠে ২৫ বছর বয়সী রাইয়ের পরপর ৩ বলে ৩ ক্যাচ ধরে রেকর্ড বইয়ে রাইয়ের সাথে নাম লিখিয়েছেন ফিলিপস।  নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বমোট হ্যাটট্রিক সংখ্যা ৪৯, রাই আর ডেলের মতো এমন ঘটনা রোববারই প্রথম।

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ইনিংসের ৯২তম ওভারে ঘটে এই ঘটনা। ইতিহাসে বোলার-ফিল্ডার হ্যাটট্রিকের ঘটনা বেশ বিরল। ডাব্লিউ জি গ্রেস – ভিক্টর ট্রাম্পারদের সময় থেকেই পরিচিতি পেতে শুরু করেছিল ক্রিকেটে। কতো রেকর্ড ভেঙ্গেছে, গড়েছে, এতো এতো রেকর্ডের কতগুলোইবা লিখে রাখা হয়েছে।

২০১৮ সালে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের বিপক্ষে সমারসেটের পেসার ক্রেইগ ওভারটনের টানা তিন বলে ক্যাচ নিয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক, ইংলিশদের ক্রিকেটের ১০৪ বছরের মধ্যে এমন ঘটনা ছিল সেটাই প্রথম। নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটের এই মৌসুমে রাইয়ের হ্যাটট্রিক তৃতীয়। অন্য দুজন হচ্ছেন জ্যামিসন এবং ডেলপোর্ট।

প্রথম শ্রেণির ক্রিকেটে বোলার-ফিল্ডার হ্যাটট্রিক (উইকেটকিপার ছাড়া):

  • স্মিথ  – থমসন – ১৯১৪
  • বেইসলি  – হোয়াইট – ১৯৪৬
  • ওভারটন – মার্কাস    – ২০১৮
  • রাই – ফিলিপস      –  ২০২১
- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img