২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

মিলান ডার্বিতে মেজাজ হারালেন লুকাকু-ইব্রাহিমোভিচ

- Advertisement -

স্প্যানিশ এল ক্লাসিকো, ইংল্যান্ডে ক্ল্যাশ অফ রেডস আর ইতালিয়ান ফুটবলে মিলান ডার্বি। সব লড়াইয়ের একই মাহাত্ন্য। ক্ল্যাশ অফ টাইটানস বললেলও ভুল হবে না মঙ্গলবার রাতের মিলান ডার্বিকে। রং হারাতে বসা এই ডার্বিতে সত্যকারের রোমাঞ্চ দেখা গেল কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে।

বারুদে ম্যাচে বারুদে গন্ধ। দুই দলের দুই সেরা তারকা লুকাকু-ইব্রাহিমোভিচ মেজাজ হারিয়ে বিবাদে জড়ানো, মাথায় মাথায় টক্কর, ইব্রাহিমোভিচের লাল কার্ড দেখা, একজন আরেকজনের স্ত্রী-মাকে জড়িয়ে গালাগাল। সবমিলিয়ে মিলান ডার্বি রূপ নেয় ক্ল্যাশ অফ লুকাকু-ইব্রাহিমোভিচে।

ম্যাচ শেষে হেডলাইন হয়নি ফলাফল, শিরোনাম হয়েছেন বেলজিয়ান লুকাকু-সুইডিশ ইব্রাহিমোভিচ। ঘটনাকাল ম্যাচের প্রথমার্ধের শেষ মূহুর্ত। ১ গোলে এগিয়ে এসি মিলান। লুকাকু ফাউলের শিকার। সেখান থেকেই শুরু বিবাদ। বেলজিয়াম-সুইডেনের যেন সম্মুখ যুদ্ধ। হতে পারতো অনেক কিছুই। মাথাতেই যেন সব রাগ। তাইতো টক্করটাও সেখানেই। পায়ের খেলায় পারদর্শী দু’জন মাথার খেলাতেও কম যাননি। মাঠেই থাকেনি বিবাদ। ঘরের মানুষদেরকেও ছাড়েননি একজন আরেকজনকে। পরে হলুদ কার্ডে রেফারি সতর্ক করেছিলেন দু’জনকেই।

নাটকীয়তা তখনও বাকি। ম্যাচের বয়স তখন ৫৮ মিনিট। মেজাজে তখনও ঠিক ছিলেন না ইব্রাহিমোভিচ। তাইতো করলেন আরেকটি ফাউল। লাল কার্ডেই ছাড়তে হলো মাঠ। সেই সুযোগটা নিলেন লুকাকু। করলেন গোল। দলকে ফিরিয়েছেন সমতায়। শেষ পর্যন্ত ডার্বিতে জিত ইন্টার মিলানের। ২-১ গোলে। সব রসদই ছিল মিলান ডার্বিতে। এমন ম্যাচ উপভোগ্য বলতে পারেন। তবে এমন বিবাদে জড়ানো ম্যাচ কংখিত নয় কারো জন্যই। তাইতো উপলব্ধি হয়েছে ইব্রহিমোভিচের, দু:খ প্রকাশ করেছেন সবার কাছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img