৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

রাজস্থান নাকি পাঞ্জাব, কে হাসবে শেষ হাসি?

- Advertisement -

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে রাজস্থান রয়্যালের বিপক্ষে মাঠে নামবে পাঞ্জাব কিংস। মোহালিতে শনিবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

চলমান আইপিএলে দুর্দান্ত ফর্মে আছে রাজস্থান। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে জিতেছে ৪টিতেই। যদিও সবশেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে হেরেছে তারা। তবে দলটির ব্যাটার জস বাটলার ও রিয়ান পরাগ রয়েছে দারুণ ছন্দে। নিজেদের দিনে একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন তারা। বিশেষ করে চলমান মৌসুমে পরাগ খেলছেন দুর্দান্ত। গত তিন মৌসুমে প্রত্যাশা পূরণ করতে না পারা ডানহাতি এ ব্যাটার এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩ ফিফটিতে করেছেন ২৬১ রান। গড়টাও যেকোনো ব্যাটারের জন্য ঈর্ষণীয় ৮৭।

এছাড়াও লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালও সময়টা কাটাচ্ছেন দারুণ। এখন পর্যন্ত ৫ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় জাসপ্রিত বুমরাহর সাথে যৌথভাবে আছেন শীর্ষে।

অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলেও সেই ছন্দ ধরে রাখতে পারেনি শিখর ধাওয়ানের পাঞ্জাব। পরের দুই ম্যাচে হারের পর একটিতে জয়, আবারও হার। সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে হার ৩টি।

দলটির হয়ে বাকি ব্যাটাররা বড় ইনিংস কিংবা আক্রমণাত্মক ব্যাটিং করতে ব্যর্থ হলেও দুর্দান্ত ব্যাটিং করে নজড় কেড়েছেন শশাঙ্ক সিং। ৫ ম্যাচে ১ ফিফটিতে করেছেন ১৩৭ রান। চার ম্যাচেই অপরাজিত ছিলেন তরুণ এ ব্যাটার। ১৯৫ এর উপরে স্ট্রাইকরেটে ব্যাটিং করা শশাঙ্কের গড় ১৩৭।

এখন দেখার পালা, রাজস্থানকে হারিয়ে হারানো ছন্দ খুঁজে পায় কিনা পাঞ্জাব, নাকি ধাওয়ানের দলকে হারিয়ে জয়ের ধারায় ফিরবে সঞ্জু স্যামসনের দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img