২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

‘রাজস্থান রয়্যালসের মালিক আমাকে চড় মেরেছিল’

- Advertisement -

নিজের আত্মজীবনী ‘রস টেলর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ প্রকাশের পর থেকে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রস টেলর। দুইদিন আগেই এই বই নিয়ে আলোচনায় আসেন টেলর। সেখানে উল্লেখ করা হয়েছে, জাতীয় দলে থাকাকালীন সময়ে সতীর্থদের দ্বারা তিনি বর্ণবাদের শিকার হতেন তিনি। এবার বইটিতে উল্লেখ করা আরও একটি ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। আত্মজীবনীতে তিনি দাবি করেছেন, আইপিএলে ২০১১ মৌসুমে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির একজন মালিক তাকে ‘চড়’ মেরেছিলেন।

“মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৯৫ রানের টার্গেটে আমি শূন্য রানেই এলবিডব্লিউ হয়েছিলাম  এবং আমরা ম্যাচটি জিততে পারিনি। এরপরে টিম, সাপোর্ট স্টাফ এবং ম্যানেজমেন্ট হোটেলের উপরের তলায় বারে ছিল। লিজ হার্লি সেখানে ওয়ার্নির (শেন ওয়ার্ন) সাথে ছিলেন। রয়্যালস মালিকদের একজন আমাকে বলেছিলেন, ‘রস, আমরা তোমার ডাক দেখতে এক মিলিয়ন ডলার খরচ করিনি’ এবং আমার মুখে তিন বা চারবার চড় মেরেছিলেন”-নিজের আত্মজীবনীতে টেলর

“তিনি হাসছিলেন এবং চড়গুলো অনেক জোরে ছিল না কিন্তু আমি নিশ্চিত নই যে এটি পুরোপুরি অভিনয় ছিল। ওই পরিস্থিতিতে আমি এটা নিয়ে কোন ইস্যু তৈরি করতে চাইনি, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে একটা পেশাদার জায়গায় এমনটা ঘটছে”-তিনি আরও বলেন  

২০০৮-২০১০ মৌসুম পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে তিন বছর অতিবাহিত করার পর, টেলর রয়্যালসের হয়ে ২০১১ সালে এক মৌসুম খেলেছিলেন, যেখানে তাকে এক মিলিয়ন মার্কিন ডলারে কেনা হয়েছিল। তিনি রয়্যালসের হয়ে ১২টি ম্যাচ খেলে ১১৯ স্ট্রাইক রেটে ১৮১ রান করেছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img