৫ মে ২০২৪, রবিবার

লিভারপুলের এমন হাল কেন?

- Advertisement -

একের পর এক হারের রেকর্ড দিয়ে মালা গাঁথছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। আর অ্যানফিল্ড মানেই যেন অলরেডদের জন্য এখন আতংক অথবা পঁচা শামুকে পা কাটা। প্রিমিয়ার লিগের পুঁচকে দলগুলো এখন বর্তমান চ্যাম্পিয়নদের দুর্দশা বাড়িয়ে দিচ্ছে শুধু। এবারতো শহরের ক্লাবের কাছে  অ্যানফিল্ডে হারলো ইর্য়ুর্গেন ক্লপের দল। এভারটনের কাছে ২-০ গোলে হেরে দারুণ এক রেকর্ডও গড়েছে রেডরা!

এই নিয়ে নিজেদের মাঠে টানা চার ম্যাচে হার লিভারপুলের। এর আগে হেরেছিল বার্নলি, ব্রাইটন, ম্যানচেস্টার সিটির কাছে। প্রায় ১ হাজার ৩৬৯ দিন নিজেদের দুর্গ অটুট রাখার পর টানা চার ম্যাচে হেরে তারা ফিরিয়ে এনেছে ৯৮ বছর আগের এক স্মৃতি। এর আগে ১৯২৩ সালে ঘরের মাঠে টানা চার ম্যাচ হেরেছিল লিভারপুল।

২১ বছর পর লিভারপুলকে তাদের মাঠে হারিয়েছে নীল শিবির এভারটন। সবশেষ তারা অ্যানফিল্ডে মার্সিসাইড ডার্বিতে জিতেছিল ১৯৯৯ সালে, ১-০ ব্যবধানে।

নিজেদের মাঠে মাত্র তিন মিনিটেই পিছিয়ে পড়ে লিভারপুল।  এরপর গোটা তিনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ সালাহরা। উল্টো ম্যাচের শেষ দিকে আরো এক গোল হজম করে স্বাগতিক দল। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন  বদলি নামা সিগুর্দসন। ডুবতে থাকা দলকে ভালো করে ডুবান লিভারপুল গোরক্ষক আলিসন , বল নিয়ন্ত্রণ নিতে গিয়ে ফাউল করলে পেনাল্টি পায় এভারটন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img