২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

সৌদিতে নিজের সাবেক ক্লাব সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছেন রোনালদো

- Advertisement -

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে নাটকীয়ভাবে প্রস্থানের পর আনুষ্ঠানিক বিদায় পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো । না ম্যানইউ দিয়েছে তাকে সাজানো বিদায়, না সিআরসেভেন শেষ দেখা করেছে তার সতীর্থদের সাথে।  

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সানের’ মতে, রোনালদো আমন্ত্রন জানিয়েছেন তার প্রাক্তন ক্লাবের কিছু কাছের সতীর্থকে। ছুটির দিনে সৌদিতে এসে আল নাসরের খেলা দেখার জন্য ডেকেছেন তার প্রাক্তন ক্লাবের কিছু কাছের সতীর্থকে। যদি শিডিউল মিলে তাহলে লিসবনে কিংবা সৌদিতে আসার জন্য আহব্বান করেছে বর্তমান ফুটবলের সবচেয়ে দামী এই খেলোয়াড়।

দ্য সান’ আরও জানায়, ইউনাইটেডের একজন অভ্যন্তরীন এক ব্যাক্তি বলেছেন, ইউনাইটেডের ভেতরের কিছু খেলোয়াড় আছে যারা রনকে সম্মান করে এবং তার বিদায় কোনো ভাবেই মেনে নিতে পারেননি রেড ডেভিলসদের কিছু খেলোয়াড়।

সেই ব্যক্তি আরো বলেন,রোনালদো ম্যানইউ ছাড়লেও সেই ক্লাবের কিছু খেলোয়াড়দের সাথে যোগাযোগ রাখার কথা দিয়েছেন । পর্তুগিজ এই তারকার সবচেয়ে কাছের বন্ধুদের তালিকায় আছেন,হ্যারি ম্যাগুয়ার,ব্রুনো ফার্নান্দে, ক্যাসেমিরো এবং রাফায়েল ভারান

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img