১৪ মে ২০২৪, মঙ্গলবার

স্পিনে স্বপ্ন দেখছে বাংলাদেশ

- Advertisement -

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩১; প্রতিরোধ গড়া যায় এমন কোনো সংগ্রহ বলা যায় না। তবুও মিরপুরে উইকেটে কোনো রানই ছোট না; বোলিংয়ে বাংলাদেশ সেটাই প্রমাণ করেছে। তৃতীয় ওভারে সাকিব আল হাসানের প্রথম বলে অনরিক্স যখন ফিরেছেন তখন অজিদের রান ৩ উইকেটে ১১। শেখ মাহাদী, সাকিব আল হাসান, নাসুম আহমেদ; তিনজনই ভাগ করে নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন উইকেট।

পাওয়ারপ্লের ছয় ওভারে  ছয় ওভারে বাংলাদেশ তুলেছিল ১ উইকেটে ৩৩ রান।  অস্ট্রেলিয়া সেখানে ২ উইকেট হারিয়ে ২৮। ইনিংসে পঞ্চম ওভারে প্রথমবারের মতো পেসার ব্যাবহার করেছেন মাহমুদউল্লাহ্ রিয়াদ। মুস্তাফিজুর রহমান; প্রথম ওভারে দিয়েছেন ২ রান।

ছবি: অলরাউন্ডার

প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার রান ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪২। সর্বোচ্চ ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে শেখ মাহাদী হাসান নিয়েছে ১ উইকেট।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশের রান্ ৭ উইকেট হারিয়ে ১৩১। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে সাকিব আল হাসানে ব্যাট থেকে। আফিফ হোসেন করেছেন ১৭ বলে ২৩ রান। অজিদের হয়ে জশ হ্যাজেলহুড নিয়েছেন ৩ উইকেট, মিচেল স্টার্কের শিকার ২।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img