৩০ এপ্রিল ২০২৪, মঙ্গলবার

দুই শতকের পরও বাদ পড়বেন খোয়াজা?

- Advertisement -

অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খোয়াজার ভাগ্যটা যেন সুপ্রসন্ন হতে হতেও হচ্ছে না। দীর্ঘ আড়াই বছর পর দলে ফিরেই টানা দুই সেঞ্চুরি। তবুও অ্যাশেজের পঞ্চম টেস্টে তাঁর দলে থাকা-না থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। করোনা থেকে সেরে উঠায় শেষ টেস্টে দল ফিরতে যাচ্ছেন ট্র্যাভিস হেড। ফলে, দলে নিজের জায়গাটা হারাতে যাচ্ছেন বলেই মনে করেন খোয়াজা।

“এই মুহূর্তে আমি সত্যিই আশা করতে পারছি না যে পরের টেস্টে খেলতে পারব। কিন্তু যাই হোক না কেনো, তার জন্য আমি প্রস্তুত আছি”- বলছিলেন খোয়াজা

জাতীয় দলে কখনোই থিতু হতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। দীর্ঘ ১১ বছরের টেস্ট ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন মাত্র ৪৫টি, করেছেন দশটি শতকসহ ৩১২৫ রান। বারবার সুযোগ বঞ্চিত হলেও নিজেকে সবসময়ই প্রস্তুত রাখতে চান উসমান খোয়াজা, “কে জানে, আবার হয়তো কেউ কোভিডে আক্রান্ত হবে, হয়তো কিছু একটা ঘটবে। আর আপনার নিজেকে প্রস্তুত রাখতে হবে। আপনি একবার অস্ট্রেলিয়া দলের জন্য নির্বাচিত হলেও, দলের হয়ে খেলার সুযোগ পাওয়াটা পুরোপুরি নিশ্চিত নয়। আপনাকে তার জন্য কঠোর পরিশ্রম করতে হবে।“      

“আমার দুই ধরণের অভিজ্ঞতাই আছে। আমাকে একবার বাদ দেওয়া হয়েছে, আবার বাছাই করা হয়েছে। আবার বাদ দেয়া হয়েছে, পরে বাছাই করা হয়েছে। এই প্রক্রিয়াটি এবং এ ব্যাপারে নির্বাচকদের সাথে খেলোয়াড়দের কথোপকথন আমি সত্যিই উপভোগ করি”- তিনি আরও বলেন  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img