২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

আইপিএলই হতে পারে কোহলিদের হারের কারণ!

- Advertisement -

আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের ওভালে ফাইনালে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ফাইনালে কোহলিদের সমস্যার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার। তার ধারণা আইপিএলে টি-টোয়েন্টি খেলে দ্রুত সময়ে টেস্টে ভালো করতে সমস্যা হতে পারে বিরাট কোহলি-রোহিত শর্মাদের।

ফাইনালের সম্প্রচারকারী একটি চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় গাভাস্কার বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটারদের সব থেকে বড় চ্যালেঞ্জ নিজেদের সঙ্গে। ওদের তাড়াতাড়ি টি-টোয়েন্টি থেকে টেস্টের মানসিকতায় ফিরতে হবে। বদলটা সহজ নয়। কিন্তু সেটা ওদের করতেই হবে। নইলে সমস্যায় পড়বে দল’’

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে থাকা অধিকাংশ খেলোয়াড়ই আইপিএলে খেলেছেন। সেক্ষেত্রে ভারতের চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া বলে বিশ্বাস গাভাস্কারের। কারণ অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই আইপিএলে না খেলার কারণে ফাইনালকে সামনে রেখে প্রস্তুতি নিতে পেরেছেন। এই বিষয়টি কিছুটা এগিয়ে রাখবে অজিদের।

ফাইনালে ভারতের তুরুপের তাস হতে পারেন পুজারা

গাভাস্কারের মতে ফাইনালে ভারতের তুরুপের তাস হতে পারেন চেতেশ্বর পুজারা। কাউন্টি ক্রিকেটে দীর্ঘ সময় ধরে খেলার কারণে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে ইংলিশ কন্ডিশন সম্পর্কে। তার মতে, ‘‘একমাত্র পুজারা ইংল্যান্ডে অনেক দিন ধরে খেলছে। ওখানকার পরিবেশ সম্পর্কে ভাল ধারণা আছে ওর। তাই পুজারা বাকিদের সাহায্য করতে পারবে। বিরাট, কোহলিদের দলের তুরুপের তাস হতে পারে পুজারা। ওর মতামত ভারতীয় দলকে নিতে হবে’’

এর আগে ফাইনালে উঠেও শিরোপা জেতা হয়নি ভারতের। নিউজিল্যান্ডের কাছে হেরে সন্তুষ্ট থাকতে হয়েছে কোহলিদের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img