২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

ইউরো ২০২৪ এর লোগো উন্মোচন

- Advertisement -

ইউরো ২০২৪ এর অফিসিয়াল লোগো উন্মোচন করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। আগামী আসরের আয়োজক দেশ জার্মানি। মঙ্গলবার দেশটির রাজধানী বার্লিনের অলিম্পিয়াস্তাদিওতে লোগো উন্মোচন আনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বল্পসংখ্যক অতিথি ও গণমাধ্যমের উপস্থিতি থাকলেও দর্শকদের প্রবেশাধিকারে অনুমতি ছিল না।

নতুন লোগোর মাঝখানে আছে ইউয়েফা ইউরোর ট্রফির অবয়ব। চারপাশে মোট ২৪টি রঙের লাইন, মূলত ওগুলো ইউয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের পতাকার রঙ। ৫৫ টি রঙ থেকে ট্রফির চারপাশে ২৪টি রঙ তুলে ধরা হয়েছে। তবে এখানে সাদা বাদে মোত ৬টি আলাদা আলাদা রঙ আছে। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ইউরোতে ২৪টি দেশ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

আয়োজকদের দাবী, সামনের আসরে তারা বৈচিত্র্য আনতে চায়। ইউরো ২০২৪ এর স্লোগানে ঝড়ছে সেই বানী। ইউরোপের সবার এক হওয়ার বার্তা আছে ইউরোর স্লোগানে। United by Football, Vereint im Herzen Europe. অর্থাৎ ফুটবলের মাধ্যমে ইউরোপিয়ানদের সবার এক হওয়া।  

২০২৪ ইউরোর আয়োজক হিসাবে জার্মানির দশটি শহরকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি শহরের উল্লেখযোগ্য নিদর্শনকে বেছে নেওয়া হয়েছে সেই শহরের পৃথক লোগোর জন্য। ২০২৪ সালের জুন ও জুলাই মাসে ইউরো আয়োজিত হবে। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ইউরো ২০২৪ এর ম্যাচের সূচি প্রকাশ করবে ইউয়েফা। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img