২৭ এপ্রিল ২০২৪, শনিবার

এশিয়া কাপে ব্যাটিং অর্ডারে আফিফের প্রোমোশন

- Advertisement -

সাদা বলের ক্রিকেটে বর্তমানে দারুণ ছন্দে আছেন আফিফ হোসেন। দলের প্রয়োজনে মিডল-অর্ডারে খেলা আফিফ টপ-অর্ডারে হয়ে উঠতে পারেন দারুণ কার্যকরী, এমনটা বিশ্বাস করেন অনেকেই। তাহলে কেন আরও ওপরের দিকে খেলানো হয় না এই তরুণ ক্রিকেটারকে? তা নিয়ে বিসিবির কর্মকর্তাদের প্রায়ই প্রশ্নের সম্মুখীন হতে হয়। অবশেষে, আসন্ন এশিয়া কাপে আফিফকে ওপরের দিকে খেলানোর ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

“আমরা সেখানেই (৪ নম্বরে) ওকে সুযোগ দেব। আমরা নির্দিষ্ট একটা দায়িত্ব নিয়ে আফিফকে চিন্তা করছি। সে একটা ডায়নামো। আমার মনে হয়, সে আত্মবিশ্বাসী একটা ছেলে। শেষ দুইটা সিরিজে দারুণ ব্যাটিং করেছে। ওয়ানডেতেও ভালো খেলেছে। আমরা আফিফকে সে জায়গাটা দেব। কারণ, সে আমাদের ভবিষ্যৎ”-গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সুজন 

৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ভয়ডরহীন এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলে বেশ সুনাম কুড়িয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। বিসিবিও খুব ভালোভাবেই তাকে নজরে রেখেছে। সুতরাং এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে আফিফকে চারে খেলিয়ে টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা কাটাতে চায় বিসিবি। এ প্রসঙ্গে সুজন বলেন, “সবচেয়ে বড় কথা, সে আক্রমণাত্মক। এটাই আমরা দলের মধ্যে চাই। বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তৈরি হচ্ছে। অবশ্যই তাকে আমাদের সে সুযোগটা করে দিতে হবে। এটা আমাদেরই দায়িত্ব।”  

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img