২৭ এপ্রিল ২০২৪, শনিবার

ক্রুসের প্রত্যাবর্তন এবং এনদ্রিকের অভিষেক গোলের রাতে জার্মানি-ব্রাজিলের জয়

- Advertisement -

তিন বছর আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন, আবারও দলে ফিরেই জার্মান মিডফিল্ডার টনি ক্রুস দেখিয়ে দিলেন কেন তিনি অন্যতম সেরা। ম্যাচ শুরুর মাত্র ৭ সেকেন্ডের ভেতর অ্যাসিস্ট করে ফ্লোরিয়ান ভাইর্টৎসকে দিয়ে করালেন জামার্নদের ইতিহাসের দ্রুতমত গোল। দ্বিতীয়ার্ধে কাই হাভার্টজের গোলে ফ্রান্সকে নিজেদের মাঠেই ২-০ গোলের ব্যবধানে হারাল জার্মানি।

এর আগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর প্রথম জয়ের দেখা পেল জার্মানি। এ ম্যাচে ফরাসিদের হারাণর আগে গত বছরের শেষ দুটি ম্যাচে জার্মানরা হেরেছিল তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে। এমনকি তার আগে মেক্সিকোর সঙ্গেও ড্র করেছিল। অপরদিকে, ২০২২ বিশ্বকাপ ফাইনালের জার্মানির বিপক্ষে দ্বিতীয়বার পরাজয়ের স্বাদ পেল ফ্রান্স। সর্বশেষ এক প্রীতি ম্যাচে গত সেপ্টেম্বরে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছিল দিদিয়ে দেশমের দল।

ম্যাচের বয়স তখন ৭ সেকেন্ড ক্রুসের অ্যাসিস্ট থেকে গোল করেন ভাইর্টৎস। পঞ্চম মিনিটে আরেকটি সুযোগ তৈরি করে জার্মানি। যদিও জামাল মুসিয়ালার সেই শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক ব্রাইস সাম্বা। এরপর ২২তম মিনিটে সুযোগ পেলেও উসমান দেম্বেলের পাসে শট লক্ষ্যে রাখতে পারেননি কিলিয়ান এমবাপ্পে।দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। মুসিয়ালার পাসে ফাঁকা জালে বল পাঠান হাভার্টজ। নির্ধারিত সময়ে ফ্রান্স কোনো গোল শোধ দিতে পারেনি।

রাতের আরেক ম্যাচে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৮০ মিনিটে ১৭ বছর বয়সী এনদ্রিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দরিভাল জুনিয়রের দল। ব্রাজিলের ‘বিস্ময়–বালক’ পরিচিতি পাওয়া এই ফরোয়ার্ড ম্যাচের ৭১ মিনিটে বদলি হিসেবে নামেন। ৯ মিনিট পরেই পেয়ে গেলেন জাতীয় দলের হয়ে প্রথম গোল। ইংল্যান্ডকে ১–০ ব্যবধানে হারিয়ে দলের নতুন কোচ দরিভাল জুনিয়রের শুরুটাও বেশ ভালোই হলো।

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img