২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

জোড়া প্রীতি ম্যাচে মেসির সামনে ইতিহাস গড়ার সুযোগ

- Advertisement -

লিওনেল মেসি মানেই ম্যাজিকাল ফুটবলের পাশাপাশি রেকর্ডের এক পসরা। এবার আরেকবার বিশেষ কিছু রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সর্বকালের সেরা এই ফুটবলারের সামনে।

চলতি মাসের ফিফা উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই দুই ম্যাচেই আরও দুইটি রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে গ্রেটেস্ট অব অল টাইম লিওনেল মেসির।

২৪ মার্চ বাংলাদেশ সময় ভোর ৬ টায় পানামার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। লিওনেল মেসি তাঁর ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ৯৮টি গোল করেছেন। আর মাত্র দুটি গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল করা তৃতীয় ফুটবলার হবেন এলএমটেন।

যেটা এই পানামার বিপক্ষে ম্যাচের মাধ্যমেই হয়ে যেতে পারে। বর্তমানে নিজ দেশের জার্সি গাঁয়ে একশ গোল করা দুই ফুটবলার হলেন ইরানের আলী দায়ি (১০৯) এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো (১১৮)।

তবে এখানেই শেষ নয়, লিওনেল মেসির সামনে রয়েছে আরও একটি রেকর্ড। তা হলো আরেকটি গোল করতে পারলেই ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে ৮০০ গোলের মালিক হবেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

 

 

 

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img