২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

টেস্ট ক্রিকেটে আবারও মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

- Advertisement -

দুই দল দ্বিপাক্ষিক সিরিজই খেলে না দশ বছর। আলাদা করে টেস্ট ক্রিকেটের কথা তো বলারই উপায় নেই। শেষবার ইন্ডিয়া-পাকিস্তান সাদা পোশাকে মুখোমুখি হয়েছিল ১৫ বছর আগে। সমর্থকদের দীর্ঘ অপেক্ষা ফুরুতে পারে। ইংল্যান্ডে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজন করতে করতে চায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইতোমধ্যে ইসিবি সংশ্লিষ্ট দুই বোর্ডকে প্রস্তাব দিয়েছে ইসিবি।

দ্য টেলিগ্রাফকে একটি সূত্র জানিয়েছে, চলমান পাকিস্তান-ইংল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ চলাকালীন স্বাগতিক ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দিয়েছে ইসিবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়ে, পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি চায় বিসিসিআইও, তবে রাজনৈতিক বাধায় সেটা হচ্ছে না।

এক যুগ আগে হোম ভেন্যু হিসেবে ইংল্যান্ডে খেলেছে পাকিস্তান। ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাছাড়া বিভিন্ন কারণে বহুদিন ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক সিরিজ আয়োজন করতে পারেনি পাকিস্তান। ১৭ বছর পর দেশটিতে সফর করছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ইংল্যান্ড পাকিস্তানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আদৌ আয়োজন হবে কিনা সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img