২৭ এপ্রিল ২০২৪, শনিবার

দ্বিতীয় টেস্টের দলে সাকিব

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরেছেন সাকিব আল হাসান। প্রথম টেস্টে ছিলেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক। এছাড়াও দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। বিবৃতি দিয়ে এই দুজনের ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন মুশফিক হাসান। এছাড়াও প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া তাওহীদ হৃদয়ের জায়গা হয়নি দ্বিতীয় টেস্টের স্কোয়াডে।

অনেকদিন ধরেই দলের বাইরে সাকিব। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে। টেস্ট দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। সবশেষ ২০২৩ সালের এপ্রিলে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও লাল বলের ক্রিকেট খেলেননি তিনি।

বাংলাদেশের হয়ে ২২ ওয়ানডে ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও এখনো হাসান মাহমুদের টেস্টে অভিষেক হয়নি। লিটন কুমার দাশের বাদ পড়ার গুঞ্জন থাকলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রয়েছেন তিনি।

বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img