২৭ এপ্রিল ২০২৪, শনিবার

নিশান মাদুশকার পর কুশল মেন্ডিসকেও ফেরালেন নাহিদ রানা

- Advertisement -

দুই দলের প্রথম ইনিংস শেষে ৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। সিলেট টেস্টে জিততে হলে শ্রীলঙ্কাকে অল্প রানের মধ্যেই অলআউট করে দেওয়ার বিকল্প নেই। সেই লক্ষ্যে দ্রুত দুই উইকেট নিয়ে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন নাহিদ রানা।

ইনিংসের প্রথম বলেই রান আউটের সুযোগ মিস করে বাংলাদেশ। তাইজুল ইসলামের থ্রো একটুর জন্য লাগেনি স্ট্যাম্পে। তবে নিশান মাদুশকাকে উইকেটে থিতু হতে দেননি রানা। উইকেটের পেছনে লিটন কুমার দাশের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে লঙ্কান ওপেনার করতে পেরেছেন ২০ বলে ১ বাউন্ডারিতে ১০ রান।

কুশল মেন্ডিসকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে। তবে কুশলকেও দ্রুত ফিরিয়েছেন রানা। তরুণ এ পেসারের বাউন্সারে পরাস্ত হয়েছেন কুশল। আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করছেন করুণারত্নে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩ রান। করুণারত্নে অপরাজিত আছেন ১৮ রানে, এখনো রানের খাতা খুলতে পারেননি অ্যাঞ্জেলো ম্যাথিউস।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img