২৮ এপ্রিল ২০২৪, রবিবার

নিশান মাদুশকার পর কুশল মেন্ডিসকেও ফেরালেন খালেদ

- Advertisement -

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে এক মুহুর্তও দেরি করেননি নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের লক্ষ্যটা পরিষ্কার, সিলেটের বাউন্সি পিস থেকে যতটা সম্ভব সুবিধা আদায় করে নেওয়া। শান্তকে হতাশ করেনি পেসাররা। ইনিংসের দ্বিতীয় ওভারেই নিশান মাদুশকাকে ফিরিয়েছেন সৈয়দ খালেদ আহমেদ।

ইনিংসের প্রথম ওভারে আক্রমণে আসেন শরীফুল ইসলাম। উইকেট থেকে দারুণ সুইং আদায় করে নেন তিনি। দ্বিতীয় ওভারে খালেদের বলে স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে অভিষেকেই গতির ঝড় তুলেছেন নাহিদ রানা।

এদিন পিচ থেকে দারুণ সুইং আদায় করে নিয়েছেন খালেদ। যার সুফল পেতে খুব একটা বেশি দেরি করতে হয়নি তাকে। কুশল মেন্ডিসকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১১.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪০ রান। দিমুথ করুণারত্নে অপরাজিত আছেন ১৭ রানে, অ্যাঞ্জেলো ম্যাথুস এখনো রানের খাতা খুলতে পারেননি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img