২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

নেশনস লিগে রোনালদোদের সাথে থাকছেন মেসি, নেইমাররাও

- Advertisement -

২০১৮ সালে প্রথমবার যাত্রা শুরু হয় ইউরোপা নেশনস লিগের। প্রথমবারেই বাজিমাত ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। এর পরের আসরে অবশ্য সুবিধা করতে পারেনি প্রথমবারের চ্যাম্পিয়নরা, দ্বিতীয় আসরে ট্রফি উঠে তাই ফ্রান্সের হাতে। দুই বছর পর পর অনুষ্ঠিত এই আসরে যদি ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলির মতো দলগুলোও অংশগ্রহণ করে কেমন হবে?

কিছুটা কল্পনা মনে হলেও এমন সিদ্ধান্তই নিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ইউয়েফা)। ২০২৪ সাল থেকে কনমেবল অঞ্চলের দশটি সদস্য দেশও অংশ নিবে নেশনস লিগে।

“২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। আমরা ইউয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি” -বলছিলেন ইউয়েফার সহসভাপতি জিবিনিউ বনিয়েক

মেসি-রোনালদো-নেইমার-এমবাপ্পে-সুয়ারেজদের জাতীয় দলের জার্সিতে একই লিগে খেলতে দেখার সুযোগ বাড়ল ভক্ত-সমর্থকদের। শুধুমাত্র বিশ্বকাপেই নয়, এখন থেকে যে তাদের দেখা যাবে নেশনস লিগেও!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img