১২ মে ২০২৪, রবিবার

প্রথম টি-টোয়েন্টি: দাপট দেখিয়েই জিতল ভারত

- Advertisement -

অস্ট্রেলিয়ার সাথে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবগুলোতেই হার। ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে দিন নতুন শুরুর স্বপ্নই দেখিয়েছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে হলো তার উল্টো। ভারতের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০০ রান করতে পেরেছে জ্যোতির দল। ৪৫ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল।

সিলেটে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফররত দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। শুরুতে স্মৃতি মান্ধানার উইকেট হারালেও পরে ঘুরে দাঁড়ায় ভারত। কোনো ব্যক্তিগত ফিফটি না থাকলেও ছোট তবে কার্যকরী ইনিংসে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করায় দলটা। সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন ইয়াসতিকা ভাটিয়া। বাংলাদেশের পক্ষে ৪ ওভার বোলিং করে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন রাবেয়া খান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে স্বাগতিক দল। কখনোই ম্যাচে ছিল না স্বগতিকরা। শেষ পর্যন্ত একাই লড়ে অধিনায়ক জ্যোতি। আউট হয়েছেন ৪৮ বলে ৫১ রান করে। ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলতে পেরেছে ১০০ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img