২৮ এপ্রিল ২০২৪, রবিবার

প্রথম সেশনে টাইগারদের প্রাপ্তি কেবল ‘এক’ উইকেট

- Advertisement -

২৫০ রানের মধ্যে শ্রীলঙ্কাকে বেঁধে রাখতে চায় বাংলাদেশ, সিলেট টেস্টের দ্বিতীয় দিন টাইগারদের লক্ষ্য ছিল এমনটাই। তবে সে আশায় গুঁড়েবালি, ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের অপরাজিত শতরানের জুটিতে পাহাড়সম রানের পথে লঙ্কানরা। লাঞ্চব্রেকের আগে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৩৩ রান, লিড ৩২৫ রানের।

আগের দিন ৫ উইকেটে ১১৯ রান নিয়ে দিন শেষ করা লঙ্কানদের লিড ছিল ২১১ রানের। তৃতীয় দিনের প্রথম থেকেই এক প্রান্তে খালেদ আহমেদ, অন্য প্রান্তে বল করতে থাকেন তাইজুল ইসলাম। শুরুতেই দলকে উইকেট প্রাপ্তির আনন্দ এনে দেন খালেদ আহমেদ। নিজের দ্বিতীয় ওভারেই ফেরান ৪ রান করা বিশ্ব ফার্নান্দোকে। এই নাইটওয়াচম্যান অফ স্টাম্পের বাইরে করা বলে খোঁচা দিলে স্লিপে থাকা মেহেদী হাসান মিরাজ সামনে ঝুঁকে দারুণভাবে লুফে নেন ক্যাচ। ১২৬ রানে ৬ষ্ঠ উইকেট পড়লেও ধনঞ্জয়া এবং মেন্ডিস মিলে ভালোভাবেই দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিচ্ছেন।

ধনঞ্জয়া ১২৯ বলে ৮৫ এবং মেন্ডিস ৬৯ বলে ৫০ রান করে অপরাজিত আছেন। প্রথম সেশনে টাইগারদের প্রাপ্তি বলতে কেবল খালেদের ওই এক উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img