২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

প্রাক-মৌসুমে রিয়ালের প্রথম জয়

- Advertisement -

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। গত মৌসুমের লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীরাই কি না নতুন মৌসুমের প্রাক্কালে ছন্নছাড়া! লাস ভেগাসে ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনার কাছে ১-০ গোলের হার, এরপর সান ফ্রান্সিসকোতে মেক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ২-২ গোলে ড্র, কিছুতেই যেন ছন্দ খুঁজে পাচ্ছিল না।

অবশেষে প্রাক-মৌসুমে নিজেদের শেষ ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়ের দেখা পেয়েছে রিয়াল, ইতালিয়ান ক্লাবটাকে হারিয়েছে ২-০ গোলে। রিয়ালের হয়ে গোল করছেন করিম বেনজেমা আর মার্কো আসেনসিও।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকা রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাস একেবারেই সুবিধা করতে পারেনি। উল্টো গোল বাঁচাতে গিয়ে প্রথমার্ধে ১৯ মিনিটে পেনাল্টি দিয়ে বসে ‘তুরিনের ওল্ড লেডিরা’। ভিনিসিয়ুস জুনিয়রকে দানিলো বিপজ্জনক জায়গায় ফেলে দিলে পেনাল্টি পায় ‘লস ব্লাঙ্কোসরা’। সফল স্পট কিকে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা।

দ্বিতীয়ার্ধেও রিয়ালের দাপট অব্যাহত থাকে। ৬৪ মিনিটে ভালভার্দের বদলি হিসেবে নামা মার্কো আসেনসিও ম্যাচের ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মাঝখান থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। আগামী ১০ আগস্ট উয়েফা সুপার কাপে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img