২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

- Advertisement -

দীর্ঘদিন ধরেই ফ্রান্সকে নেতৃত্ব দিচ্ছিলেন তাদের গোলকিপার হুগো লরিস। তবে কাতার বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। যার ফলে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে ফ্রান্সের ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে, এমন খবরই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি।

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ফ্রান্সের ইউরো বাছাইপর্ব মিশন, প্রথম ম্যাচেই তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। এ ম্যাচ দিয়েই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে, করেছেন ৩৬ গোল।  দলটিকে ২০১৮ বিশ্বকাপ জেতাতেও রেখেছলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কাতার বিশ্বকাপের ফাইনালে করেছিলেন হ্যাটট্রিক, তবুও টাইব্রেকারে হেরে যায় তার দল।

ইতোমধ্যে ইউরো বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্স হেড কোচ দিদিয়ের দেশম।

ফ্রান্স স্কোয়াড
গোলরক্ষক

মাইক ম্যাগনান (এসি মিলান), আলফোনস আরেওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), ব্রাইস সাম্বা (লেন্স)

ডিফেন্ডার
থিও হার্নান্দেজ (এসি মিলান), জুলেস কুন্দে (বার্সেলোনা), বেঞ্জামিন পাভার্ড (বায়ার্ন মিউনিখ), ওয়েসলি ফোফানা (চেলসি), ডেওট উপমেকানো (বায়ার্ন মিউনিখ), এডুয়ার্ডো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), উইলিয়াম রোম্পিয়া (আর্সেনাল), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল)।

মিডফিল্ডার
অ্যাড্রিয়েন র‌্যাবিওট (জুভেন্টাস), অরেলেন চুয়োমেনি (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), খেফ্রেন থুরাম (নাইস), জর্দান ভেরেটআউট ( মার্সেই )

ফরোয়ার্ড
কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ট জার্মেই), অলিভিয়ের জিরু (এসি মিলান), আঁতোয়া গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), মুসা ডায়াবি (বায়ার লেভারকুসেন), রান্ডাল কোলো মুয়ানি (আইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), মার্কাস থুরাম (বরুশিয়া মনচেংগ্লাডবাখ)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img