২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

বরখাস্ত পচেত্তিনো, দায়িত্ব নিচ্ছেন গাল্টিয়ার

- Advertisement -

মরিসিও পচেত্তিনো প্যারিস সেইন্ট জার্মেইনের কোচের দায়িত্ব হারাতে যাচ্ছেন, এমন গুঞ্জন উঠেছিলো অনেক গত মৌসুম শেষ হওয়ার আগে। বরখাস্ত করার আগেই তার স্থলাভিত্তিক কে হবেন সেটা নিয়েই গত কয়েকমাস ধরে চলছে নানা আলোচনা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটেই গেলো। বরখাস্ত করা হয়েছে পিএসজির আর্জেন্টাইন কোচ পচেত্তিনোকে।

১৮ মাস আগেই জার্মান থমাস টুখেলকে বরখাস্ত করে প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয় টটেনহ্যাম হটস্পার থেকে বহিষ্কৃত হওয়া এই কোচকে। টটেনহ্যামের হয়ে বড় কোনো শিরোপা না জিতলেও তার অধীনে ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিলো দলটি। পরের আসরে আশানুরূপ ফলাফল না পাওয়ায় মৌসুমের মাঝপথেই চাকরি হারান এই আর্জেন্টাইন।

বরখাস্ত করা হয়েছে পচেত্তিনোকে

পিএসজির হয়ে লিগ শিরোপা সহ, কয়েকটি ফ্রেঞ্চ শিরোপা ঘরে তুললেও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হয়েছেন এই ম্যানেজার। নতুন গন্তব্য হতে পারে ক্রিস্টাল প্যালেস। এদিকে সব কিছু ঠিক থাক  পিএসজির কোচের দায়িত্ব নিচ্ছেন ক্রিস্টোফ গাল্টিয়ার।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img