২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

বল হাতে বাবর এবং শেষ ওভারের নাটকীয়তা

- Advertisement -

ফলোঅন এড়াতে তখনও বাংলাদেশের প্রয়োজন ২৬ রান। দুই স্পিনার সাজিদ খান আর নোমান আলী মিলে ততোক্ষণে করে ফেলেছেন ২৫ ওভার! পেসাররা আলোকস্বল্পতার কারণে করতে পারবেন না বোলিং, দলে নেই পার্টটাইম স্পিনারও। বাধ্য হয়েই বল হাতে অধিনায়ক বাবর আজম!

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনোই বল করেননি বাবর, মিরপুরে প্রথমবার বল করলেন সাকিব আল হাসানকে। প্রথম বলেই সাকিবের ডিফেন্স, কয়েক সেকেন্ড পেরোতেই আম্পায়ারকে লক্ষ্য করে সাকিবের ইশারা; হয়ত ইঙ্গিত চাকিংয়ের।  উইকেটের পেছন থেকে মোহাম্মদ রিজওয়ান বললেন, “হাত চেক কার উসকা।” (হাত চেক করো বাবরের)

দিনের শেষে মাঠ ছাড়ছেন সাকিব-তাইজুল

পরের বলটা ঠিকঠাকমতো করতে পারলেন না বাবর। সাকিবকে লক্ষ্য করে রিজওয়ান বললেন, “টেনশন মে ডাল দিয়া উসকো” (চিন্তায় ফেলে দিয়েছে ওকে)। এরপরের বলেই সাকিবের এক, অপর প্রান্তে আসতেই সাকিব-বাবর দুজনেই হাসলেন। ক্রিকেটের সৌন্দর্য তো এখানেই!

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img