২৭ এপ্রিল ২০২৪, শনিবার

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একই ম্যাচে তিন নারী রেফারি

- Advertisement -

কাতার বিশ্বকাপে অনেক নতুনের সাক্ষী হয়েছে ফুটবল দুনিয়া। এবার আরও এক নতুন ইতিহাস লিখতে চলেছে এবারের বিশ্বকাপ। শুক্রবার গ্রুপ ‘ই’-এর জার্মানি-কোস্টারিকার মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো তিন নারী রেফারিকে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে। 

বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এ ঘটনা দেখা যাবে। মূল রেফারির দায়িত্ব পালন করবেন স্টেফানি ফ্রাপার্ট, যিনি মেক্সিকো-পোল্যান্ড ম্যাচে চতুর্থ রেফারি হিসেবে কাজ করেছিলেন। অপর দিকে, রেফারি স্টেফানি ফ্রেপার্টের সহকারী হিসেবে নিউজা ব্যাক এবং কারেন ডিয়াজ এ ম্যাচে দায়িত্ব পালন করবেন। 

মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ পরিচালনার আগে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্রাপার্ট বলেছিলেন, “এটা নারী রেফারিদের জন্য আনন্দের। কিন্তু এতে করে আমাদের কোনোকিছুই পাল্টাবে না। আমাদের শান্ত থাকতে হবে, মনোযোগ ধরে রাখতে হবে। মিডিয়ার বাড়তি কথায় কান দেওয়া যাবে না। কেবল মাঠে মনোনিবেশ করতে হবে।” 

সে ম্যাচের এক সপ্তাহ পেরুতে না পেরুতেই শুক্রবার আল বায়াত স্টেডিয়ামে আরও দুই নারী রেফারিকে নিয়ে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছেন ফরাসি এই রেফারি।  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img