২৭ এপ্রিল ২০২৪, শনিবার

বোলারদের লড়াইয়ের পরও ব্যাকফুটে বাংলাদেশ

- Advertisement -

সিলেট টেস্টে দ্বিতীয়দিন শেষে সুবিধাজনক স্থানে আছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে ১৮৮ রানে অলআউট করে দেওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে তারা। তৃতীয়দিনে ২১১ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামবে শ্রীলঙ্কা।

ইনিংসের প্রথম বলেই রান আউটের সুযোগ মিস করে বাংলাদেশ। তাইজুল ইসলামের থ্রো একটুর জন্য লাগেনি স্ট্যাম্পে। তবে নিশান মাদুশকাকে উইকেটে থিতু হতে দেননি রানা। উইকেটের পেছনে লিটন কুমার দাশের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে লঙ্কান ওপেনার করতে পেরেছেন ২০ বলে ১ বাউন্ডারিতে ১০ রান।

কুশল মেন্ডিসকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন আরেক ওপেনার দিমুথ করুণারত্নে। তবে কুশলকেও দ্রুত ফিরিয়েছেন রানা। তরুণ এ পেসারের বাউন্সারে পরাস্ত হয়েছেন কুশল। আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করছেন করুণারত্নে।

দুটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা

অ্যাঞ্জেলো ম্যাথিউস শুরুটা ভাল করলেও বড় ইনিংস খেলতে পারেননি। তাইজুল ইসলামের বলে শট মিডউইকেটে ক্যাচ তুলে একবার জীবন পেয়েছিলেন। পরের বলেই অবশ্য উইকেটের পেছনে তার ক্যাচ নিয়েছেন লিটন।

আক্রমণে এসেই উইকেটের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। দিনেশ চান্দিমালকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন টাইগার অলরাউন্ডার। প্রথমে মিরাজের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয়েছেন তিনি। এর আগে অবশ্য বাংলাদেশের নেওয়া দুটি রিভিউ নষ্ট হয়েছে।

অপরপ্রান্তে দারুণ ব্যাটিং করেছেন করুণারত্নে। রানা-শরীফুলদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন তিনি। ৯৮ বলে টেস্ট ক্যারিয়ারের ৩৬তম ফিফটি পূর্ণ করেন লঙ্কান এ ওপেনার। অর্ধশতক করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তার আগে ধনাঞ্জয়া ডি সিলভার সাথে গড়েছেন ৪৯ রানের জুটি।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাহিদ রানা। একটি করে উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img