২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

‘মাঠ ভালো থাকলে বাংলাদেশ আরো ভালো ফুটবল খেলত’

- Advertisement -

প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে গোটা বাংলাদেশকে আনন্দের জোয়ারে ভাসিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, পূরণ করেছে বাংলাদেশের কোটি কোটি ফুটবলভক্তের স্বপ্ন। বাংলার এমন অর্জনে গর্বিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার বাফুফে ভবনের এক সংবাদ সম্মেলনে ফুটবলারদের প্রশংসায় ভাসিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

“আমাদের নারী ফুটবল দল প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এটা একটা গর্বের ব্যাপার। আপনারা, আমরা, খেলোয়াড়রা, দর্শকদের সমর্থন সব মিলিয়েই এটা সম্ভব হয়েছে। আমরা যদি সবাই মিলে কাজ না করতাম, তাহলে এটা হতো না। পুরো জাতি হিসেবেই এই জয় আমাদের উদযাপন করা উচিত”-বলছিলেন সালাউদ্দিন 

নেপালের বিপক্ষে সাফের ফাইনালের আগ মুহূর্তে বৃষ্টির বাধায় পড়তে হয়েছিল বাংলাদেশকে। কর্দমাক্ত মাঠে ৩ গোল দিলেও সালাউদ্দিনের বিশ্বাস, মাঠ ভালো থাকলে মেয়েরা আরো ভালো খেলা উপহার দিত। এ প্রসঙ্গে তিনি বলেন, “সাউথ এশিয়ার মধ্যে সাতটা দেশ আছে, যার মধ্যে ছয়টা দেশের সাথেই তাদেরকে খেলতে হয়েছে। তারা ভালোভাবে জিতে খুব সহজেই চ্যাম্পিয়ন হয়েছে। আমি মনে করি, কালকে যদি মাঠটা ভালো থাকত তাহলে আমাদের মেয়েরা আরও ভালো খেলত।”  

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img