২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

‘মৃত্যুঞ্জয় খুব ইম্প্রেসিভ’

- Advertisement -

সেন্ট লুসিয়ায় বৃষ্টি বাধায় ড্র হয়েছে বাংলাদেশ এ দল এবং ওয়েস্ট ইন্ডিজ এ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ। বৃষ্টি বাগড়া দেওয়ায় একই ফলাফল এসেছিলো প্রথম টেস্টেও। দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রথম দুই দিনের খেলার বেশির ভাগ অংশ ভেস্তে গেছে বৃষ্টিতে। তৃতীয় দিন বাংলাদেশ ইনিংস ঘোষণা করার আগে স্কোরবোর্ডে যোগ করে ৩০০/৯। ওপেনার সাইফ হাসান করেন ১৪৬(৩৪৮) রান। চতুর্থ দিন স্বাগতিকদের ইনিংসের ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েছেন বাংলাদেশের বোলাররা।

বোলারদের পারফর্ম্যান্সে খুশি অধিনায়ক মোহাম্মদ মিঠুন। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক বলেন, ‘‘আমার মনে হয়, সব মিলিয়ে আজকের দিনে যেহেতু বোলিং ও ফিল্ডিং করেছি। ফিল্ডিং খুব ভালো হয়েছে, আমি খুশি। হয়তো স্কোরবোর্ডে সেটা দেখাচ্ছে না ওরা কত ভালো বল করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুশি। টেস্ট ম্যাচে যে ধৈর্য দরকার, আমি ওটা দেখেছি। বিশেষ করে স্পিনাররা, আমাদের দেশে তো স্পিনাররা সব সময় ভালো করে। আজকেও তারা দারুণ বল করেছে। উইকেটে তাদের জন্য খুব একটা সাহায্য ছিল না। তারপরও তারা ধৈর্য ধরে এক জায়গায় বল করেছে, এটা তাদের ইকোনমি দেখলে বোঝা যায়।’’

ফজলে রাব্বী, খালেদ আহমেদ, মুকিদুল ইসলামের সঙ্গে মৃত্যুঞ্জয় (বাঁয়ে)

দুই উইকেট নেওয়া বাহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীও বিশেষভাবে প্রশংসা কুড়িয়েছেন অধিনায়কের। ‘‘মৃত্যুঞ্জয় খুব ‘ইম্প্রেসিভ’। ওর বোলিং খুব ভালো লেগেছে। যতক্ষণ বল করেছে, প্রচেষ্টা ভালো ছিল।’’

আগামী ১৬ই আগস্ট সেন্ট লুসিয়ায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। একদিন বিরতি দিয়ে একই ভেন্যুতে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ২০ই আগস্ট একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img