১২ মে ২০২৪, রবিবার

যখন যেই খেলোয়াড়দের দলে চেয়েছি, বেশিরভাগ সময়েই পেয়েছি: রিয়াদ

- Advertisement -

আগামী মাসের প্রথম সপ্তাহেই ওমানে যাবে বাংলাদেশ দল; প্রস্তুতি নিবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সাথে ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ অভিযান। প্রথম পর্বে অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ওমান এবং পাপুয়া নিউগিনি। বাংলাদেশের দলের দল নির্বাচন নিয়ে আছে নানা মতভেদ, গুঞ্জন। অনেকেরই ধারণা, দল নির্বাচনে অধিনায়ককে তেমন গুরুত্ব দেয়া হয়না। কিন্তু রিয়াদ শোনালেন ভিন্ন কথা।

“গত দুই তিন বছর ধরে অধিনায়কের দায়িত্ব পালন করছি আমি। আমার মনে হয়, আমি যখন যেই খেলোয়াড়দের দলে চেয়েছি, বেশিরভাগ সময়েই পেয়েছি। কখনো কখনো কন্ডিশন বিবেচনায় হয়তো দু একটা পরিবর্তন এসেছে, কিন্তু সেটাও দলের ভালোর জন্যই। আমার মনে হয়, দল নির্বাচন বিষয়ক ব্যাপারে আমি পাপন ভাই, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক যারা আছেন সকলের সাথেই কথা বলে দল নিয়ে যখনই কিছু চেয়েছি, সেটাই পেয়েছি”- অধিনায়কত্ব নিয়ে বলছিলেন রিয়াদ

দল নির্বাচনে রিয়াদের চাওয়াকে প্রাধান্য দেয়া হয় জানিয়েছেন রিয়াদ নিজেই

বিশ্বকাপে ভালো করতে হলে দলের সিনিয়রদের শুধু পারফরম্যান্সটাই ভালো করলে চলবে না, নিজেদের মধ্যে বোঝাপড়াটাও হতে হবে দারুণ। নিজেদের মধ্যে যে কোনো সমস্যাই নেই সেটা অধিনায়কের কথাতেই স্পষ্ট।

“সাকিব সবসময়ই নিজে থেকে এসে মতামত জানায়, মুশিও তাই। ওদের যদি কোনো ব্যাপারে দ্বিমত থাকে তাহলে ওরা এসে বলে,’ভাই এটা বোধহয় এভাবে করলে ভাল হতো।‘ আমারও কিছু বলার থাকলে আমি ওদের বলি। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধটা খুব বেশি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং আমার মনে হয় এটা ভালো দিক দলের জন্য” – অলরাউন্ডারকে বলছিলেন রিয়াদ

সাকিব-মুশি-তামিম  সবার সাথেই সম্পর্কের রসায়নটা নিয়ে কথা বলেছেন অধিনায়ক

“আমি ওদের সাথে অনেক বেশি কমফরট্যাবল। শুধু ওদের সাথেই না, সবার সাথেই। আমি এটা ফিল করতে পারি যে, তাদেরও আমার প্রতি সেই ভরসাটা আছে যে, আমি যেই সিদ্ধান্তটাই নেই না কেন, তারাও সেটাতে ভরসা করতে পারে এবং পজিটিভলি রেসপন্স করে”- যোগ করেন রিয়াদ

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img