২৭ এপ্রিল ২০২৪, শনিবার

যুবাদের নিয়ে কাজ শুরু করেছেন স্টুয়ার্ট ল-ওয়াসিম জাফর

- Advertisement -

মিরপুরে নতুন সকাল, নতুন পরিচয়, নতুন দায়িত্ব সাথে ভিন্ন রকমের চ্যালেঞ্জ নিয়ে স্টুয়ার্ট লর নতুন শুরু। মিরপুরেই ২০১১ তে সাকিব তামিমদের নিয়ে শুরু করেছিলেন। ছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ। এরপর ২০১৬ তে খন্ডকালীন সময়ের জন্য নিয়েছিলেন মিরাজ-শান্তদের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব। আবারো মিরপুরের একাডেমি মাঠ দিয়েই শুরু করলেন বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের কার্যক্রমের।

সোমবার ছিলো নতুন কোচ স্টুয়ার্ট ল এবং বিসিবির গেম ডেভেলপমেন্টের নতুন ব্যাটিং কোচ ওয়সিম জাফরের তত্ত্বাবধানে অনুশীলনের প্রথম দিন। যুব দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে অনূর্ধ্ব ঊনিশ দলের ফিটনেস ক্যাম্প। মিরপুরের অ্যাকাডেমি মাঠের খাড়া রোদের নিচে প্রথম দিন ফিটনেসের ক্যাম্পে এই দুই বিদেশির সাথেও ছিলেন পেস বোলিং কোচ মাহবুব আলী জ্যাকি।

এদিন ক্যাম্পে দেখা গিয়েছে গত আসরে ব্যাক টু ব্যাক হান্ড্রেড করা আরিফুল ইসলামকে। গুঞ্জন আছে আরিফুলই হবেন নেক্সট ক্যাম্পেইনে দলনেতা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img