২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

রিকুয়েলমে স্টাইলে মেসির সেলিব্রেশন

- Advertisement -

হুয়ান রোমান রিকুয়েলমে, এক সময়ের আর্জেন্টাইন মিডফিল্ডের মেরুদন্ড। একটা সময় ১০ নম্বর জার্সি পড়ে পুরো সবুজ গালিচা জুড়ে নিজের নান্দনিক ফুটবলের ছাপ দেখাতেন। যখনই গোল করতেন ঠিক তখনই দুই হাত নিজের কানের পেছনে দিয়ে এক প্রকার উদযাপন করতেন তিনি।

যেটা ছিলো তাঁর সিগনেচার সেলিব্রেশন। গতকালের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের প্রথম পেনাল্টি দিয়ে গোল করার পর ঠিক তেমনি এক প্রকার উদযাপন করেন মেসি।

গোল করার পর মেসি

লিওনেল মেসির দুর্দান্ত থ্রু বলের মাধ্যমে গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ১-০ তে এগিয়ে নেন মলিনা। তবে নিশ্চয়ই এরপর দলের স্কোরশিটে নিজের নাম লেখাতে মরিয়া ছিলেন মেসি। অবশেষে ম্যাচের ৭০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। স্পটকিক থেকে গোল করে ম্যাচে নিজের প্রথম গোল করেন মেসি।

এরপরেই কানের পিছনে দুই হাত দিয়ে হুয়ান রিকুয়েলমের সেই আইকনিক উদযাপনটি করেন তিনি। মেসির সেই গোলের মাধ্যমেই ম্যাচ ২-০ তে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। যদিও পরবর্তীতে দুই গোল শোধ করে আর্জেন্টাইন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ডাচরা। তবে পেনাল্টি জুজু ভেঙ্গে পরবর্তীতে ঠিকই সেমিতে নিজেদের জায়গা করে নেয় লিওনেল মেসির দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img