২৭ এপ্রিল ২০২৪, শনিবার

রিয়াল বেতিসকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা

- Advertisement -

বুধবার নিজেদের ১৯তম ম্যাচে রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষ স্থান ধরে রাখলো বার্সেলোনা। তাদের পয়েন্ট এখন ৫০। টেবিলের দুই নম্বরে রয়েছে বার্সার চির প্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে রিয়ালের সংগ্রহ ৪২ পয়েন্ট।

এদিন দলের হয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া এবং পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ১টি করে গোল করেন। যদিও ম্যাচের ১৭ মিনিটেই বার্সা গোল পেতে পারতো। ডিবক্সের ভিতরে বেতিসের গোলকিপারকে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি পেদ্রি। কোনো গোল না করেই বিরতিতে যায় উভয় দল।

এ মৌসুমে বার্সার হয়ে এখন পর্যন্ত ১৪টি গোল করেছেন লেভানডফস্কি

বিরতি থেকে ফিরে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বার্সেলোনা। ম্যাচের ৫৫ মিনিটে পেদ্রির করা দুর্দান্ত একটি শট ফিরিয়ে দেন রিয়াল বেতিসের গোলকিপার রুই সিলভা। ৬৫ মিনিটে আলেহান্দ্রো বালদের করা ক্রস থেকে রাফিনিয়া প্রথম গোল করেন। এরপর বার্সার দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৭৯ মিনিটে লেভানডফস্কির পা থেকে।

ম্যাচের ৮৪ মিনিটে জুলেস কুন্দের ভুলে রিয়াল বেতিস শেষ পর্যন্ত একটি আত্মঘাতী গোল পায়। তবে এই গোল বেতিসের জন্য ছিলো শুধুই স্বান্তনা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img