২৭ এপ্রিল ২০২৪, শনিবার

লাল সবুজের জার্সিতে খেলার স্বপ্নে বাংলাদেশে ইউসুফ জুলকারনাইন হক!

- Advertisement -

বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী প্রবাসী ফুটবলারদের এক অনুপ্রেরনার নাম জামাল ভুঁইয়া। জামাল-তারিক কাজীর পর বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্নে দেশে পা রেখেছে বৃটিশ প্রবাসী তরুণ ইউসুফ জুলকারনাইন হক। মঙ্গলবার দেশে পা রেখে ট্রায়ালের জন্য বাংলাদেশ অনুর্দ্ধ ২৩ দলের ক্যাম্পে যোগ দিয়েছে এই তরুণ।

ছবিঃ বাফুফে
ছবিঃ বাফুফে

আগামি ২৫ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কুয়েতে ‘এএফসি অ-২৩ এশিয়ান কাপ ২০২২ কোয়ালিফায়ার্স’ অনুষ্ঠিত হবে। ওই টুর্নামেন্টে ডি গ্রুপে বাংলাদেশের সাথে আরও রয়েছে সৌদি আরব, উজবেকিস্তান এবং স্বাগতিক কুয়েত। ট্রায়ালে পাশ করলে জুলকারনাইন দলের অংশ হিসেবে কুয়েতে যাবে।

ছবিঃ বাফুফে
ছবিঃ বাফুফে

এদিকে, টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কোচ মারুফুল হকের অধীনে ধানমন্ডির আবাহনী মাঠে অনুশীলন করছে অনুর্দ্ধ ২৩ দল। মারুফুল হকের অধীনেই ট্রায়ালে অংশ নেবেন জুলকারনাইন হক। এর আগে জেমি ডে’র ঘোষনা করা সাফের প্রাথমিক দলে ইউসুফ জুলকারনাইন হক ডাক পেলেও জাতীয় দলের সাথে অনুশীলন করা হয়নি তার। অ-২৩ দলের ট্রায়ালে পাশ করে স্কোয়াডে চান্স পেলে হয়তো ভবিষ্যতে জাতীয় দলেও দেখা যাবে এই ফুটবলারকে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img