২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার ১৬৫ রান

- Advertisement -

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে কুমিল্লা। এবারের বিপিএলে লিটনের দ্বিতীয় ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলছে তারা। মোহাম্মদ রিজওয়ানও পেয়েছেন ফিফটির দেখা।

প্রথমে ব্যাট করতে নেমেই কুমিল্লার পক্ষে দারুণ সূচনা এনে দেন লিটন দাশ এবং মোহাম্মদ রিজওয়ান। যদিও দুজনই বেশ ধীরগতিতেই খেলতে থাকেন। পাওয়াপ্লেতে কোনো উইকেট না হারিয়েই দুই ওপেনার মিলে তোলেন ৩৩ রান। এবারের আসরে দ্বিতীয় ফিফটির দেখা পেলেও এরপর আর ইনিংস বড় করতে পারেননি লিটন। ১১৯.০৪ স্ট্রাইক রেটে ৪২ বলে ৯ চারের সাহায্যে করেন ৫০ রান।

এরপর দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান এবং জনসন চার্লস, দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। ওয়াহাব রিয়াজের বলে ১৭৭.২৭ স্ট্রাইক রেটে ২২ বলে ৫ ছক্কার মারে জনসন চার্লস করেছেন ৩৯ রান। প্রথমে দেখেশুনে খেললেও রিজওয়ান ৪২ বলে ফিফটির দেখা পান এই পাকিস্তানিও। শেষ পর্যন্ত ৪৭ বলে করেন অপরাজিত ৫৪ রান। খুলনার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম এবং ওয়াহাব রিয়াজ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img