২৭ এপ্রিল ২০২৪, শনিবার

শান্ত-জয়-মুমিনুলরা ব্যর্থ, ব্যাট হাতে লড়লেন বোলাররা

- Advertisement -

সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতার মাঝে ‘নাইটওয়াচ ম্যান’ তাইজুল ইসলাম করেছেন টাইগার ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান। দুই দলের প্রথম ইনিংস শেষে ৯২ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কার বোলারদের সামনে নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকরা ভুগলেও দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের টেল এন্ডাররা। তাইজুলের কথা তো আগেই বলা হল। শরীফুল ইসলাম ২ ছক্কায় করেছেন ১৫ রান আর খালেদ আহমেদের ব্যাট থেকে এসেছে ২২ রান।

৩২ রানে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এদিন শুরুতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কা। লাহিরু কুমারার বলে স্লিপে ক্যাচ দিয়েছেন তরুণ এ ব্যাটার। প্যাভিলিয়নে ফেরার আগে ৪৬ বলে করেছেন ১২ রান।

উইকেটে আসার পর ৩টি দৃষ্টনন্দন বাউন্ডারি মেরে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন শাহাদাত হোসেন দীপু। ডানহাতি এ ব্যাটারও পারেননি বড় ইনিংস খেলতে। তাকে ফিরিয়ে ৩০ রানের জুটি ভাঙেন কুমারা।

লিটন কুমার দাশ ভাল শুরু পেয়েছিলেন। লঙ্কান বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মারছিলেন এলকেডি। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। কুমারার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। তার আগে ৪৩ বলে ৪ বাউন্ডারিতে করেছেন ২৫ রান।

তাইজুল করেছেন অবিশ্বাস্য ব্যাটিং। জেনুইন ব্যাটারদের যাওয়া আসার মিছিলে একাই লড়েছেন তিনি। লঙ্কান বোলারদের কোনো সুযোগই দেননি তিনি। টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির দিকে ছুটছিলেন তাইজুল কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। অর্ধশতক থেকে ৩ রান দূরত্ব প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম। তাদের দুজনের জুটিতে উঠেছে ৪০ রান।

শ্রীলঙ্কার হয়ে ৪টি উইকেট শিকার করেছেন বিশ্ব ফার্নান্দো। ৩টি করে উইকেট নিয়েছেন লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img