২৭ এপ্রিল ২০২৪, শনিবার

সিলেটের মাটিতে হবে তো টাইগারদের হেক্সা মিশন?

- Advertisement -

কয়েকদিন আগেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ওয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দেশীয় ভাষায় যাকে ‘বাংলাওয়াশ’ বলা হয়।বৃহস্পতিবার টাইগারদের সামনে আয়ারল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ হাতছানি দিতে পারতো। তবে বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

সবশেষ ২০২২ এর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৫০ ওভারের ফরম্যাটে ৩-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেটাও আবার উইন্ডিজদের ঘরের মাটিতে৷ঘরের মাঠে টাইগাররা সবশেষ যে দলকে ওয়াইটওয়াশ করেছিল, সেই দলটাও ঐ ওয়েস্ট ইন্ডিজ৷ ২০২১ সালে ঘরের মাঠে টাইগারদের কাছে বাংলাওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

এবার হয়তো আয়ারল্যান্ডের পালা থাকতে পারতো৷ দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় ওয়াইটওয়াশ থেকে হয়তো বাঁচলো আইরিশরা। তবে ওয়াইটওয়াশ করতে না পারলেও সিলেটের মাটিতে হেক্সা জয়ের সুযোগ থাকছে তামিমবাহিনীদের৷

সিলেটের মাঠে ছয়টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে পাঁচটি ম্যাচেই জিতেছে টাইগাররা। একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দ্বিতীয় ইনিংস মাঠে না গড়ানোর কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়৷ বৃহস্পতিবার টাইগারদের সামনে হেক্সা মিশন৷ সিলেটের মাটিতে টানা ছয়টি ওয়ানডে জিতলেই হেক্সা মিশন সম্পন্ন করবে বাংলাদেশ।

সিলেটে ছয় ইনিংস ব্যাট করে পাঁচবার টাইগাররা দলীয় রান করেছে তিনশোর উপর। ৫০ ওভারের ফরম্যাটে টাইগারদের সর্বোচ্চ দুইটি দলীয় স্কোরও এই সিলেটের মাটিতে, আয়ারল্যান্ডের বিপক্ষেই।

বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিটে আইরিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রত্যাশানুযায়ী ম্যাচ জিতে গেলেই সিলেটে টাইগাররা দেখা পাবে হেক্সা জয়ের।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img