২৭ এপ্রিল ২০২৪, শনিবার

স্বাধীনতা দিবসে দেশবাসীকে জয় উপহার দিতে চান জামাল

- Advertisement -

মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় লেগের ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু বেলা সাড়ে তিনটায়। আগামীকালের দিনটি আবার বাঙালী জাতির ইতিহাসে বিশেষ একটি দিন। আর এই বিশেষ দিনে ‘বিশেষ’ উপহার দিতে চান জামাল ভূঁইয়া।

তিনি বলেন, “কাল বিশেষ একটা দিন। অনেক বড় দিন আমাদের জন্য, মহান স্বাধীনতা দিবস। এমন দিনে আমরা দেশের মানুষকে একটা উপহার দিতে চাই। আমাদের জিততে হবে। জয়ই হবে সেই উপহার”

ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দল

ফিলিস্তিনের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দলটির বিপক্ষে প্রথম ৪৩ মিনিট পর্যন্ত সমানে সমানে লড়লেও পরে খেই হারিয়ে ফেলে বিশ্বনাথ ঘোষ-তপু বর্মণরা। তবে ফিরতি ম্যাচটি কিংস অ্যারেনায় হওয়ায় জয়ের স্বপ্ন দেখছে জামালরা। এই মাঠে এখন পর্যন্ত অপরাজিত বাংলাদেশ দল। তাই ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে ভাল কিছু করার বিষয়ে আত্মবিশ্বাসী সাদ উদ্দিন-রাকিব হোসেনরা।

জামাল বলেন, “আমরা সমর্থকদের সামনে ম্যাচ হারতে চাই না। কিংস অ্যারেনায় অপরাজিত থাকার রেকর্ড আমাদের ধরে রাখতে হবে। ভালো খেলতে হবে সমর্থকদের জন্য। ম্যাচটা আমাদের কাছে ফাইনালের মতো”

প্রথম লেগের ম্যাচটি হতাশায় কেটেছে বাংলাদেশের। সেই হতাশা ভুলে সামনের দিকে তাকাতে চান বাংলাদেশ অধিনায়ক।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img