২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার

হলান্ডবিহীন সিটিকে হারাতে পারলো না লিভারপুল

- Advertisement -

 

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার (১ এপ্রিল) সালাহর গোলে প্রথমে লিড পেয়েছিল লিভারপুল। এরপর দলকে সমতায় ফেরান হুলিয়ান আলভারেজ। আর কেভিন ডি ব্রুইনা, ইলকাই গিনদোয়ান ও জ্যাক গ্রিলিশের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

চলতি লিগের প্রথম দেখায় ম্যানসিটির বিপক্ষে নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১-০ গোলের জয় তুলে নিয়েছিল লিভারপুর। ইতিহাদেও সে ছন্দ দেখা গিয়েছিল প্রথমার্ধের শুরুতে। কুঁচকির ইনজুরিতে ম্যানসিটিতে হলান্ডের অনুপস্থিতি ছিল অল রেডদের জন্য বাড়তি সুযোগ। সে সুযোগ কাজে লাগিয়ে দলকে লিড এনে দেন মিশরের ফরোয়ার্ড মোহাম্মাদ সালাহ।

ম্যাচের ১৭ মিনিটে আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস দখলে নেন জোটা। সিটির রক্ষণভাগকে বোকা বানিয়ে তিনি পাস দেন সালাহকে। রক্ষণদেয়াল ভেঙে বাকি কাজটা অনায়াসে সেরে নেন মিশরের ফরোয়ার্ড। এর পরের গল্পটা অবশ্য সিটির। বাকি সময়ে খুব একটা পাত্তা পায়নি সফরকারী লিভারপুল।

অল রেডদের লিড স্থায়ী হয়নি ১০ মিনিটের বেশি। সিটিকে সমতায় ফেরান বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। ম্যাচের ২৭ মিনিটে লিভারপুলের ফাঁদ এড়িয়ে গ্রিলিশ পাস দেন আলভারেজের উদ্দেশে। সে বল দখলে নিয়ে ছয় গজ দূরত্ব থেকে নিখুঁত শট নেন আর্জেন্টাইন তারকা। তাতে সমতায় ফেরার আনন্দে মেতে ওঠে স্বাগতিক সমর্থকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে সমর্থকদের আনন্দ দ্বিগুণ করেন ডি ব্রুইনা। রিয়াদ মাহরেজের ক্রস ডি-বক্সে দখলে নিয়ে আলতো শটে জালে জড়ান বেলজিয়ান মিডফিল্ডার। এগিয়ে গিয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেননি অ্যালিসন বেকার। ৫৩ মিনিটে পেনাল্টি এরিয়া থেকে আলভারেজের নেয়া শট লিভারপুলের রক্ষণদেয়ালে বাধা পেয়ে ফিরে আসলে পেয়ে যান গিনদোয়ান। জার্মান ফরোয়ার্ডের শটে অবশ্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি রক্ষণভাগ কিংবা গোলবারের অতন্ত্রপ্রহরী বেকার। ৩-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি।
 
এরপর আর ম্যাচে ফেরা হয়নি লিভারপুলের। উল্টো ৭৪ মিনিটে তাদের জালে বল জড়িয়ে গোলের হালি পূর্ণ করেন গ্রিলিশ। আক্রমণে উঠে ব্রুইনা পাস দেন অরক্ষিত জায়গায় ওত পেতে থাকা এ ইংলিশ তারকাকে। তার শট ফেরাতে ব্যর্থ হন বেকার। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img