২৭ এপ্রিল ২০২৪, শনিবার

হৃদয়-জাকিরের আগ্রাসনে সিলেটের জয়

- Advertisement -

বিপিএলের চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স।বরিশালের দেয়া ১৯৫ রানের বিশাল লক্ষ্য চেজ করতে নেমে শুরুতেই কলিন অ্যাকারম্যানের উইকেট হারায় সিলেট। এরপর দলের হাল ধরেন নাজমুল হাসান শান্ত (৪৮) এবং তৌহিদ হৃদয় (৫৫)। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লক্ষ্য হিসেবে সমান তালে এগোতে থাকে সিলেট।

শান্ত ৪৮ রানে আউট হলেও পরবর্তীতে নামা ব্যাটার জাকির হাসান ম্যাচের মোমেন্টাম নষ্ট হতে দেননি। দলীয় ১৩৬ রানে তৌহিদ হৃদয় আউট হলে খানিকটা দুশ্চিন্তা দেখা দেয় সিলেট শিবিরে। তবে এরপরেই  এরপর শেষের দিকে মুশফিকুর রহীম (২৩) এবং থিসারা পেরেরার (২০) ক্যামিওতে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় সিলেট।

এর আগে, টস জিতে ব্যাট করতে নামে বরিশাল। এনামুল হক বিজয় (২৯) এবং চতুরঙ্গা ডি সিলভার(৩৫) ব্যাটিং নৈপুণ্যে ঝড়ো স্টার্ট পায় তারা। দলীয় ৬৭ এবং ৭৩ রানের মধ্যে দুই ওপেনারকে হারালে বরিশালের রানের গতি কিছুটা থেঁত হয়ে যায়। এরপরই ক্রিজে আসেন সাকিব আল হাসান। একের পর বাউন্ডারি হাকাতে থাকেন তিনি। সাকিবের ব্যাটিং তান্ডবে দিশেহারা হয়ে পড়ে সিলেট বোলিং লাইনআপ।

দলীয় ১৯ তম ওভারে সাকিবকে থামান মাশরাফী বিন মোর্ত্তজা। আউট হওয়ার আগে ৭ চার এবং ৪ ছক্কার সুবাদে ৩২ বলে ৬৭ রান করেন সাকিব। এরপর শেষের দিকে করিম জান্নাতের ১১ বলে ১৭ রানের ক্যামিওতে ১৯৪ রান করে বরিশাল। সিলেটের হয়ে মাশরাফী নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img