৭ মে ২০২৪, মঙ্গলবার

১৬ বছর বয়সেই চেন্নাই সুপার কিংসে আফগানিস্তানের নূর আহমদ

- Advertisement -

যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যেখানে ক্রিকেট ছিল বিলাসিতা, আজ সেদেশের ক্রিকেটাররাই বাইশ গজে দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। যেখানে একসময় বোমাই ছিল ঘুম ভাঙার নৈমিত্তিক এলার্ম, সেখানে এখন মস্তিষ্ক জাগে উইলোর ‘ঠক, ঠক’ শব্দে। আফগানিস্তানের মোহম্মদ নবী এবং রশিদ খানদের গল্প পুরনো, ১৬ বছর বয়সী নূর আহমদ, জাতীয় দলে অভিষেক হয়নি তবে খেলেছেন পাকিস্তান সুপার লিগ আর বিবিএলে।

এবার ডাক এলো আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস থেকে। নেট বোলার, তবুও যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করবেন সেটা হয়তো জাতীয় দলের সার্ভিসে ভালোভাবেই কাজে লাগাতে পারবেন। শুধু নূর আহমদ না, চেন্নাই থেকে ডাক এসেছে আফগানিস্তানের আরও একজন ক্রিকেটারের। ফাজালহক ফারুকি, আফগানিস্তানের তরুণ এই বাঁহাতি পেসারের অভিষেক সংযুক্ত আরব আমিরাতে  জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটের মাধ্যমে জানিয়েছে ইতোমধ্যেই দেশ ছেড়েছেন ফাজালহক ফারুকি। আইপিলের ২০২০ মৌসুমের নিলামে মজার একটি ফ্যাক্টে নাম ছিল নূর আহমদের, মাত্র ১৪ বছর বয়সে নাম লিখিয়েছিলেন আইপিএল নিলামে, ওই নিলামেই ছিল ৪৮ বছর বয়সী তাম্বের নাম।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img