২৭ এপ্রিল ২০২৪, শনিবার

৪১ বছর বয়সে সুইডেন জাতীয় দলে ইব্রাহিমোভিচ

- Advertisement -

ইনজুরির কারণে শঙ্কা জেগেছিল ইব্রাহিমোভিচের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে। তবে সেই শঙ্কাকে পাশ কাটিয়ে আবারও ফুটবলে ফিরেছেন ইব্রা, পাশাপাশি এক বছর পর জাতীয় দলেও ডাক পেলেন এই সুইডিশ স্টার।

চলতি মাসের শেষের দিকে বেলজিয়াম ও আজারবাইজানের বিপক্ষে ইউরো বাছাইপর্বের দুইটি ম্যাচ খেলবে সুইডেন। সেই ম্যাচগুলোর জন্যই স্কোয়াডে ডাকা হয়েছে ৪১ বছর বয়সী ইব্রাহিমোভিচকে।

দীর্ঘ ৯ মাস পর ইনজুরি কাটিয়ে এসি মিলানে ফিরেছেন ইব্রা। গত বছরের মে মাসে হাঁটুর ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। এরপর ইনজুরি কাটিয়ে মিলান দলে ফেরার পর ইতোমধ্যে তিন ম্যাচ খেলেছেন তিনি। যার ফলে এবার সুইডিশ জাতীয় দলে আবারও ডাক পেলান তিনি। সবশেষ ২০২২ সালে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে পোল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি।

ইএসপিএনের এক রিপোর্ট অনুযায়ী জাতীয় দলে ফিরলেও পুরো ম্যাচ খেলার মতো অবস্থা নেই তার। এই প্রসঙ্গে সুইডেন জাতীয় দলের কোচ জেন অ্যান্ডারসন বলেছেন, ” দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরছে ইব্রা। ও(ইব্রাহিমোভিচ) দলে থাকাটা সবাইকে আত্মবিশ্বাস যোগাবে। এই মুহুর্তে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস তাঁর নেই। তবে মিলানে যেভাবে বদলি হিসেবে খেলছে, জাতীয় দলেও সেভাবে বদলি হিসেবে খেলবে”

ইউরো বাছাইপর্বে যদি সুইডেনের জার্সি গায়ে মাঠে নামেন, তাহলে একটি রেকর্ড গড়বেন ইব্রা। আর তা হলো সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হিসেবে ইউরো বাছাইপর্ব খেলা ফুটবলার হবেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img