২ মে ২০২৪, বৃহস্পতিবার

আফগানদের হারিয়ে জুনিয়র টাইগারদের ত্রিদেশীয় সিরিজ জয়

- Advertisement -

বৃহস্পতিবার আবুধাবির টলেরেন্স ওভালে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে ১৪৩ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ২৬.৪ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় যুবা টাইগাররা।

টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের ওপেনিং জুটি ভাঙেন মারুফ মৃধা। এরপর শুরু হয় রাব্বির তাণ্ডব। একে একে তুলে নেন ৬টি উইকেট। ১০ ওভার বল করে ২৯ রানের খরচায় একাই পান ৬টি উইকেট। রাফি উজ জামান পান দুটি উইকেট।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬ রানের ইনিংস খেলেন মোহাম্মদ হারুন খান। ৬২ বলে ৭টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ২৭ রান আসে ওয়াফিউল্লাহ তারাখুলের ব্যাট থেকে। এ দুই ব্যাটার ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল হিজবুল্লাহ দোরানি (১৩) ও খালিদ তানিওয়াল (১৫)।

লক্ষ্য তাড়ায় দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বশির আহমেদ আফঘানের বলে বোল্ড হয়ে যান ওপেনার আশিকুর রহমান শিকলি। এরপর আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রি-জোয়ানের সঙ্গে দলের হাল ধরেন জিরান আলম। ৪১ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। জিশানের বিদায়ে ভাঙে এ জুটি

এরপর রিজোয়ানের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ে আউট হন আরিফুল ইসলাম। তবে ততোক্ষণে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। এরপর রিজোয়ান ফিরে গেলেও আহরার আমিন ও শিহাব জেমস জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন রিজোয়ান। ৪৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ১৯ বলে ৭টি চারের সাহায্যে ৩৫ রানের আগ্রাসী এক ইনিংস খেলেন জিশান। এছাড়া আরিফুল করেন ২২ রান। আফগানদের পক্ষে কামরান হোতাক নেন ২টি উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img